বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bondukখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬: ফরিদপুরে দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ডাকাত দলের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে গোলাগুলি বন্ধ হয়। পরে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, পুলিশ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দশটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হবে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলে ধারণা করছে পুলিশ।