শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭: 21‘এর আগে সব ছবিতে শহরের আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেখানে প্রেম-ভালোবাসাকে কেন্দ্র করে ছিল ছবির গল্প। এইবার প্রথমবারের মতো গ্রামের গল্পে, এমন সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করছি।’ কথাগুলো বলছিলেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী বিদ্য সিনহা মিম। তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে কাজ করছেন।
গতকাল বুধবার মানিকগঞ্জের সিংগাইরে ছবিটির গানের শুটিং চলছিল। তারই এক ফাঁকে সময় দেন মিম। ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে এই ছবিতে কাজ করে। এখানে সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে। এখানে একই সঙ্গে অনেক কিছুই পেয়েছি। সুন্দর একটি গল্পে ভালো একটি চরিত্র, সঙ্গে পেয়েছি বড় মাপের শিল্পী। আমি এর আগে বাপ্পির সঙ্গে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি, মৌসুমী আপার সঙ্গেও কাজ করা হয়েছে। ডিপজল ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি।’

ডিপজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন—জানতে চাইলে মিম বলেন, ‘তিনি মানুষ হিসেবে অনেক ভালো। ডিপজল ভাইয়ের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগছে। ছবিতে দেখা যাবে, তিনি আমার দুলাভাই; আমি তাঁর আদরের শ্যালিকা। কিন্তু তিনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। বাস্তবেও তিনি আমাকে স্নেহ করেন। সহশিল্পী হিসেবেও তিনি অনেক সহযোগিতা করেন।’
নিজের কাজ সম্পর্কে মিম বলেন, ‘আমি এমনিতে একটু বেছে বেছে কাজ করতে চেষ্টা করি। যখন যে ছবিটাতে কাজ করি, তখন সেটা নিয়ে আশা থাকে। এই ছবিতে পারিবারিক একটি গল্প আছে, পরিচালক মনতাজুর রহমান আকবর, সবকিছু মিলিয়ে একটু বেশি আশা করতেই পারি।’
গত ১৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিএফডিসিতে ছবির মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হয়। ছবিতে অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পি ও মিম। ডিপজল ও মৌসুমী এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সৌভাগ্য’ ছবিতে।