শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: 51মুন্সীগঞ্জে রোসাগোল্ড জাতের আলু উৎপাদনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মাঠ দিবস। শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলার কংসপুরা গ্রামের কৃষক মো: কামাল বাচ্চু শেখ এর জমিতে নতুন জাতের এই আলু উত্তোলন শেষে কৃষক সমাবেশ উনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবোধ চন্দ্র রায়। স্থানীয় কৃষক খলিলুর রহমান এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহামুদ, মালিক এন্ড কো:(প্রা:) লি: এর বীজ আলু ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ নুরুল আলম, জোনাল ইনচার্য মো: জুন্নুন রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রাসেদুল হাসান। মালিক এন্ড কো:(প্রা:) লি: এর টেরিটরি ইনচার্জ উজ্জল কুমার হালদার, এরশাদুর রহমান, মো: জাকারিয়া বিপ্লব, মো: কোরআন আলী মেম্বার প্রমূখ।

কৃষক সমাবেশে এ জাতের আলুর উপকারিতা নিয়ে আলোচনা হয়। এ জাতের আলুতে কম কিটনাশক ব্যবহার করে কিভাবে বেশী আলু উৎপাদন সম্ভব তা কৃষকের মাঝে তুলে দরা হয়।