শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

global_tree_searchখােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: বিশ্বজুড়ে প্রায় ৬০ হাজারেরও বেশি সংখ্যক প্রজাতির গাছ আছে। এর মধ্যে ১০ হাজার প্রজাতির গাছ আফ্রিকার দেশ তানজানিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। দু’বছর সমীক্ষার পর গ্লোবাল ট্রি-সার্চ সংস্থা এ তথ্য জানিয়েছে।

গ্লোবাল ট্রিসার্চ বিশ্বের গাছ প্রজাতির বৈচিত্র্য, বন রক্ষার জন্য কাজ করে। তারা আরও জানায়, বিশ্বে যত রকমের প্রজাতির গাছ রয়েছে, সেগুলির মধ্যে ৫৮শতাংশ গাছই ব্রাজিলে রয়েছে। অর্থাৎ ৮৭৫১ ধরনের গাছ রয়েছে এই দেশে।

গ্লোবাল ট্রিসার্চ সংস্থার মতে, ব্রাজিলেই রয়েছে বিশ্বের মধ্যে সবথেকে বেশি গাছের বৈচিত্র্য। তাই এই দেশকে অনেক বেশি মাত্রায় সাবধান হতে হবে।