শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: 16র‌্যাংকিং বলুন, ফলাফল বলুন এবং ফর্ম বলুন; এটা মানতেই হবে যে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তার ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে এখন।
গতকাল চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার সামনে এই কথাটা উঠে এলো। যেহেতু বাংলাদেশ অসাধারণ একটা সময় কাটাচ্ছে, সে জন্যই কী বাংলাদেশের ওপর চাপ বেশি থাকবে কি না; এমন কথাও উঠলো।
মাশরাফি পরিষ্কার বললেন, চাপ সবসময়ই থাকে। তবে এবার চাপ নেওয়ার কিছু নেই। কারণ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপটাই কঠিন, ‘হ্যা, তা বলা যেতে পারে। তবে ঘটনা হলো, আপনি দেশের হয়ে যখনই খেলবেন, চাপ থাকবে। আর আমরা এই টূর্নামেন্টের দিকে তাকালে বুঝতে পারবো, আমাদের গ্রুপটা যথেষ্ঠ কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড; মোটেও সহজ হতে যাচ্ছে না ব্যাপারটা। তবে আমি বলবো, আমাদের নিজেদের খেলা নিয়ে ভাবতে হবে। আর গত দুই বছর ধরে যেভাবে খেলেছি, সেভাবে খেলার চেষ্টা করতে হবে। আমাদেরকে পরিকল্পনাটা মাঠে প্রয়োগ করতে হবে। দেখা যাক, কী হয় শেষ পর্যন্ত।’
মাশরাফি বারবার বললেন, টুর্নামেন্টটা সহজ হবে না। তবে তিনি হাল ছাড়ার লোক নন, ‘টুর্নামেন্টটা আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। আমি আগেই যেমন বলেছি, আমরা কঠিন একটা গ্রুপ এবং আমাদের জন্য কঠিন একটা কন্ডিশনে খেলবো। তবে কেউ বলতে পারে না, কি হতে যাচ্ছে। আমাদের দিনে আমরা যে কোনো কিছু করতে পারি। আমাদের সেরকম কিছু যোগ্য খেলোয়াড় আছে, যারা খেলাটা যে কোনো সময় বদলে দিতে পারে। আমাদেরকে একটা দল হিসেবে খেলতে হবে।’
একটা ইতিহাস অবশ্য বাংলাদেশকে অনুপ্রেরণা দিতে পারে। গ্রুপে থাকা দল ইংল্যান্ডকে গত বিশ্বকাপেই বাংলাদেশ ছিটকে দিয়েছিলো। এবারও সেই সুযোগ আছে। তবে মাশরাফি বলছেন, সে ঘটনা এখন অতীত, ‘আমার জন্য এটা এমন কোনো অনুপ্রেরণা নয়। কারণ, ঘটনাটা আড়াই বছর আগের। ফলে সেটা আমাদের এগিয়ে দেবে না। হ্যা, একটা মানসিক সহায়তা হয়তো পাবো। কিন্তু আমি মনে করি, একটা একেবারেই নতুন ম্যাচ খেলতে হবে আমাদের। নতুন দিন, নতুন সপ্তাহ। নতুন কিছু করতে চাইলে দিনটা নিজেদের করে নিতে হবে।’
ইংল্যান্ড বলেই সেখানে বাংলাদেশের পাশাপাশি প্রবল আগ্রহ মুস্তাফিজকে নিয়েও। মাশরাফি বললেন, আসলেই এই বাহাতি পেসার তার তুরুপের তাশ, ‘মুস্তাফিজ এখন ভালো ফর্মে আছে। গত তিন বছর ধরে যদি দেখেন, সে আমাদের জন্য দারুণ কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তার ইনজুরি ছিলো। ইনজুরির পর একটু সময় লেগেছে। তবে দারুণভাবে ফিরে এসেছে। তার ওপর আমরা একটু বেশি ভরসা করবো, এটাই স্বাভাবিক।