শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭:  54ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সময়ের সেরা সংযোগকারী হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। মোদির ক্ষমতা গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুটি বইয়ের মোড়ক উন্মাচন অনুষ্ঠানে শুক্রবার ওই মন্তব্য করেন প্রণব।
‘মান কি বাত: এ সোশ্যাল রেভ্যুলেশন অন রেডিও’ ও ‘মার্চিং উইথ এ বিলিয়ন’ নামে বই দুটির মোড়ক উন্মোচনে প্রণব মুখার্জী বলেন, ‘গণসংযোগ ছাড়া কোনো জনপ্রতিনিধি তার ধারণা ও দৃষ্টিভঙ্গি দিয়ে জনগণকে প্রভাবিত করতে পারেনা।’ মোড়ক উন্মোচিত বই দুটিতে মোদি শাসনামলের দলিল বলেও উল্লেখ করেন প্রণব। লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন এ বই দুটি প্রকাশ করেন।
‘মান কি বাত’ মূলত প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণে একটি রেডিও অনুষ্ঠান। এই শিরোনামের বইয়ে অনুষ্ঠানটিতে মোদির দেওয়া বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। সাংবাদিক উদয় মহরকরের লেখা ‘মার্চিং উইথ অ্য বিলিয়ন’ বইটিতে মোদি সরকারের অর্ধেক সময়ের শাসনকাল নিয়ে আলোচনা করা হয়েছে।