বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20915350_1509522792440225_6266450872164709237_nখােলা বাজার২৪।। রবিবার, ২০ আগস্ট, ২০১৭: ফাজায়েলে আমল নামের একটি ধর্মগ্রন্থ হাতে নিয়ে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। এমন একটি ছবি গত ১৯ আগস্ট অনন্ত জলিলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

এরপরই সেই ছবি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে তাকে স্বাধুবাদ জানালেও কেউ কেউ সমালোচনার চোখে দেখেন।

সেই ছবি নিয়ে আজ ফের এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা। তিনি তার স্ট্যাটাসে লেখেন, ‘বন্ধুগন, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছিনা। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়।  আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘

তিনি আরো লেখেন, ‘আল্লাহতায়ালায় ভাল জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমল এর জন্য আল্লাহতায়ালার কাছে সবসময় দোয়া করতে থাকি। বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম, দাওয়াত ও তাবলিগ এর কাজ করতে সক্ষম হই। বন্ধুগন আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।
-আমিন
– আনন্ত জলিল’