শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5255-1খােলা বাজার২৪।। রবিবার, ২০ আগস্ট, ২০১৭: বাংলাদেশ কৃষি ব্যাংক শিবপুর উপজেলা শাখা হইতে গত ২ আগষ্ট উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়ার গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে আউলাদ কে গ্রেফতারী পরোয়ানা/মালামাল ক্রোকের পূর্ব সতর্কীকরণ জরুরী লাল নোটিশ দেওয়া হয়।

জানা যায়, শিবপুর উপজেলা কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের স্বাক্ষরিত গ্রেফতারী পরোয়ানা/মালামাল ক্রোকের পূর্ব সতর্কীকরণ জরুরী লাল নোটিশ লোক মারফত পাঠানো হয়। নোটিশে বলা হয় আউলাদকে বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও অত্র ব্যাংকের বকেয়া পাওনা মং ৬৫ হাজার টাকা পরিশোধ করেন নাই এবং দলিল নামায় বর্ণিত চুক্তিসমূহ লংঘন করিয়াছে। আগামী ১৬ আগষ্ট ২০১৭ইং এর মধ্যে অত্র শাখায় হাজির হইয়া সাকুল্য ঋণ পরিশোধ করার জন্য অন্যথায় ঋণগ্রহিতার বিরুদ্ধে মামলার মাধ্যমে গ্রেফতারী পরোয়ানা জারী/মালামাল ক্রোকের ব্যবস্থা গ্রহণ করা হবে। আউলাদ অভিযোগ করে বলেন আমার নামে কৃষি ব্যাংক শিবপুর শাখায় কোন ঋন নাই। আমি বিগত তিন বছর পূর্বে ঋণ নেওয়ার জন্য আবদেন করলে ফিল্ড সুপারভাইজার ঘুস দাবী করে, দাবী কৃত ঘুস না দেওয়ায় আমাকে ঋণ না দিয়ে হয়রানী করছে। এবং মাজারুল আমাকে লাল নোটিশ মাধ্যমে গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। এব্যাপারে কৃষি ব্যাংক শিবপুর শাখা ব্যবস্থাপকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছু দিন হল এই শাখায় আসলাম এ বিষয়ে আমি কিছু জানি না ফিল্ড সুপারভাইজার মাজারুল ইসলাম বলতে পারবেন। মাজারুল সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি ফাইল না দেখে শামিম নামের এক ব্যক্তির কথায় এই নোটিশ করেছি। আর আপনারা আমার সাথে কথা না বলে ব্যবস্থাপকের নিকট কেন গেলেন তার জন্য আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব বলে হুমকি দেয়।