শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার,  ১৩জানুয়ারি ২০১৯ঃসরকার ঘোষিত মজুরি কাঠামো বৈষম্য নিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ আজও অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক, জামগড়া ও নরসিংহপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থিত শিল্পকারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকে।

বিক্ষোভের একপর্যায়ে জামগড়া এলাকায় শ্রমিকরা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকদের সড়ক হতে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। নাশকতা এড়াতে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।