বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ঃ সদ্য বিদায়ী ২০১৮ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জন মানুষের প্রাণ ঝ‌ড়ে‌ছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আ‌য়ো‌জিত ২০১৮ সা‌লের সড়ক দুর্ঘটনার প‌রিসংখ্যান প্র‌তি‌বেদন প্রকাশ করে সংগঠনটি। সংগঠনের সভাপতি অভিনেতা ই‌লিয়াস কাঞ্চন সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তু‌লে ধ‌রেন।

ইলিয়াস কাঞ্চন ব‌লেন, ২০১৮ সা‌লে সড়ক দুর্ঘটনায় ৪৪৩৯ জন নিহত এবং সাত হাজার ৪২৫ জন আহত হ‌য়ে‌ছেন। হাসপাতা‌লে ভ‌র্তির পর ৭৪০ জন মারা গে‌ছেন। ত‌বে মৃত্যুর সংখ্যা ২০১৭ সা‌লে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও ২৪৬ জন বেশি ছিল।

তিনি জানান, নিহতদের মধ্যে গাড়ি চাপায় ১৩৮৫ জন, মুখোমুখি সংঘর্ষে ৫৮৫ জন, উল্টে গিয়ে ২৫৩ জন, খাদে পড়ে ১৩৩ জন এবং অন্যান্যভাবে নিহত হয়েছেন ৬৬৩ জন। দুর্ঘটনা কবলিত পরিবহনের মধ্যে রয়েছে- ৮৭৯টি বাস, ৭৯৩টি ট্রাক, ৬৩৪টি মোটরসাইকেল, কাভার্ডভ্যান ১১৯টি, মাইক্রোবাস ৬৭টি, নসিমন ৫০টি, প্রাইভেটকার ৪৭টি ও মাহেন্দ্র ৩৮টি।

২০১৬ সালে ২৩১৬টি দুর্ঘটনায় ৩১৫২ জন ও ২০১৭ সালে ৩৩৪৯টি দুর্ঘটনায় ৫৬৪৫ জন নিহত হয়েছিলো বলেও তিনি জানান।

এর আগে ২৫ জানুয়ারি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালে সড়কে ৫ হাজার ৫১৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ২২১ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। সড়ক, রেল, নৌ ও আকাশপথের মোট দুর্ঘটনার সংখ্যা ৬ হাজার ৪৮টি। এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৭ হাজার ৭৯৬ জন। আহতের সংখ্যা ১৫ হাজার ৯৮০।