Wednesday , May 15 2019
ব্রেকিং নিউজ :

Home / লাইফ স্টাইল / বসন্তের শুরুতেই ঝড়-বৃষ্টির আভাস

বসন্তের শুরুতেই ঝড়-বৃষ্টির আভাস

বসন্তের শুরুতেই ঝড়-বৃষ্টির আভাস

খােলাবাজার ২৪, শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯ঃ তিনদিন পরেই ঋতুরাজ বসন্ত শুরু। আর ফাল্গুনের শুরুতেই ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও শিলা বৃষ্টিও গতে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দুয়েক জায়গায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24