Monday , May 27 2019
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / বাংলাদেশ বিজ্ঞান একাডেমী- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ এর সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ এর সমাপনী অনুষ্ঠান

খােলাবাজার ২৪,রবিবার,১০ মার্চ ২০১৯ঃ ৮ মার্চ, ২০১৯ তারিখে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯, ঢাকা আগারগাঁওস্থ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর প্রেসিডেন্ট প্র্রফেসর ড. কাজী আব্দুল ফাত্তাহ্।

এছাড়া জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ এর সমন্বয়ক অধ্যাপক ড. নঈম চৌধুরী, সেক্রেটারী অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সারা দেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীগণ এবং উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24