Thursday , August 15 2019
ব্রেকিং নিউজ :

Home / শিক্ষা / নূরকে মেনে নিল অভিনন্দন জানালেন শোভন

নূরকে মেনে নিল অভিনন্দন জানালেন শোভন

খােলাবাজার ২৪,মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ঃ ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুলহক নুরের সঙ্গে দেখা করতে আজ মঙ্গলবার (১২ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসিতে গিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি পদে পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক শোভন। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন নুরু এবং বিরোধী বিভিন্ন জোটের নেতাকর্মীরা।

টিএসসিতে পৌঁছেই নুরুকে পেয়ে জড়িয়ে ধরেন শোভন। উভয়ে তখন হাস্যজ্জ্বোল ছিলেন।

এসময় নুরু বলেন, তিনি স্বাগত জানাতে এসেছেন। অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে স্বাগত জানিয়েছি। ছাত্রলীগ সভাপতি বলেছেন তারা আমাদের সাথে একসাথে কাজ করতে চান। আমরা একসাথে কাজ করতে আগ্রহী।

নুরু আরও বলেন, আমরা চেয়েছিলাম একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হোক। কিন্তু বিভিন্ন অনিয়ম কারচুপির কারণে আমাদের সেই আশা পূরণ হয়নি।

এছাড়া আজ ও গতকাল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল ঘোষিত ক্লাস বর্জন কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরু। তিনি বলেন, হামলার বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাংগঠনিক এবং বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখবো।

ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, আমরা নুরুকে সার্বিক সহায়তা করবো। এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবো।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24