Thursday , February 6 2020
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / টেলি সামাদকে শেষ দেখার আগ্রহ নেই তাদের!

টেলি সামাদকে শেষ দেখার আগ্রহ নেই তাদের!

খােলাবাজার ২৪, সোমবার, ০৮ এপ্রিল ২০১৯ঃএফডিসিতে গতকাল (৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় টেলি সামাদের মরদেহ আনা হয়। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ডা. হাসান মাহমুদ,তথ্য সচিব আব্দুল মালেক, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,অমিত হাসান,সম্রাট, অঞ্জনা, ফকির আলমগীর, আলীরাজ, ইলিয়াস কাঞ্চন, নাসরিন।

তবে এফডিসিতে দেখা যায়নি চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের কোন নায়ক নায়িকাদের। বরাবরই বর্তমান তারকাদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলছে চলচ্চিত্রের অনেকেই। অথচ দুদিন আগে চলচ্চিত্র উৎসবেই সকলেই ছিলো।

একজন জ্যেষ্ঠ শিল্পী বললেন, ‘আজকের এই দৃশ্য শুধু টেলি ভাইয়ের ক্ষেত্রে নয়। সব সময় কেউ মারা গেলে কিংবা কারো মিলাদ থাকলে তেমন ভাবে চোখে পড়ে না শাকিব, রিয়াজ, ফেরদৌস, সানী, শুভ, বাপ্পী, সাইমন, ইমন, মৌসুমী, শাবনুর, পপি, পরীমনি, মাহিয়া মাহির মতো তারকা শিল্পীদের। আসলে আমারা বুঝিনা তা কেন আসে না?’

উল্লেখ, ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। সে সময় ডাক্তার জানিয়েছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে পাশাপাশি তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল, রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো।

Print Friendly, PDF & Email

About kholabazar 24