Wednesday , May 15 2019
ব্রেকিং নিউজ :

Home / শীর্ষ সংবাদ / ‘শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ’

‘শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ’

খােলাবাজার ২৪,রোববার, ২১ এপ্রিল ২০১৯ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শ্রীলঙ্কায় হামালার পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে।

রোববার বিকেলে কুমিল্লার চান্দিনায় নবনির্মিত আধুনিক থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা থানা ভবন উদ্বোধন  শেষে তিনি চান্দিনা মহিলা কলেজ মাঠে জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার ও চান্দিনা আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, চট্টগ্রাম র‌্যাঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক আজিজুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email

About kholabazar 24