Friday , May 17 2019
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / অপুর স্থানে আসন গাড়লেন বুবলী

অপুর স্থানে আসন গাড়লেন বুবলী

খােলাবাজার ২৪, শুক্রবার, ১৭মে ২০১৯ঃ ছয় বছর আগের কথা। সেই সময় জাকির হোসেন রাজু ঘোষণা দেন ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমা নির্মাণ করবেন তিনি। যেখানে শাকিব খানের বিপরীতে কাজ করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দুজনকে নিয়ে মহরতও করেন তিনি। সে সময় বিভিন্ন মিডিয়ায় সিনেমাটি নিয়ে সংবাদও প্রকাশ পায়। ওই সময় সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদ প্রকাশ করেন অপু। কিন্তু পরবর্তীকালে কোনো এক অদৃশ্য কারণে থমকে যায় সিনেমার কাজ। এরই মধ্যে শাকিব-অপুর সঙ্গে তৈরি হয় দ্বন্দ্ব। ভেঙে যায় ঢালিউডের চাহিদাসম্পন্ন এই জুটি। নতুন খবর হচ্ছে- দীর্ঘ ছয় বছর পর সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন রাজু। নায়ক হিসেবে শাকিবই থাকছেন। তবে নায়িকা পরিবর্তন। অপুর স্থানে আসন গাড়লেন বুবলী।

এর আগে ‘বসগিরি’, ‘শ্যুটার’ ও ‘রংবাজ’ সিনেমাতেও অপুর স্থলে নেওয়া হয়েছিল বুবলীকে। সিনেমাগুলো ব্যবসাসফলও হয়েছিল।

এ বিষয়ে নির্মাতা রাজু বলেন, ‘বুবলী ভাগ্যবতী অভিনেত্রী। এখন পর্যন্ত যে সিনেমাগুলোতে অভিনয় করেছেন সবই দর্শক গ্রহণ করেছে। এবারও ব্যতিক্রম হবে না। নানা কারণে এত দিন সিনেমাটির শুটিং শুরু করতে পারিনি। এবার আশা করছি ভালোয় ভালোয় সব কিছু হয়ে যাবে।’

Print Friendly, PDF & Email

About kholabazar 24