শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, মঙ্গলবার ২৮ মে ২০১৯ঃ অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান নতুন পরিচয়পত্র পেয়েছেন। সোমবার তাই ক্যামেরার সামনে তুলে ধরেন তারা।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হন টলিগঞ্জের জনপ্রিয় এ দুই নায়িকা। সোমবারই প্রথমবারের মতো পা রাখেন সংসদে।

‘এবং আমরা আবারো। সংসদে প্রথম দিন নুসরাত জাহান’, নুসরাতকে ট্যাগ করে টুইটে লিখেন মিমি চক্রবর্তী।

পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ১৭টি আসনেই নারী প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস। মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান উভয়েই তরুণ বয়সী এবং জনপ্রিয় বাংলা সিনেমা অভিনেত্রী।

মিমি চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করেন যাদবপুর লোকসভা আসন থেকে আর নুসরাত লড়েন বারিসাত থেকে।

নুসরাত প্রায় সাড়ে ৩ লাখ ভোট পেয়ে জয়লাভ করেন আর মিমির ঝুড়িতে পড়ে প্রায় ৩ লাখ ভোট।

দলটি আরেক প্রবীণ অভিনেত্রী মুনমুন সেনকে ভোটের লড়াইয়ে দাঁড় করালেও তিনি বিজেপির প্রার্থী সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়র কাছে হেরে যান। তারা লড়েছিলেন আসানসোল আসন থেকে।