শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার, ৩০জুন,২০১৯ঃ গত ৩০ জুন, ২০১৯ রাজধানীর আর্মী গল্ফ ক্লাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ হেদায়াত উল্লাহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান খাজা নার্গিস হোসেন, পরিচালকবৃন্দ, সৈয়দ মঞ্জুর এলাহী, ড. আরিফ দৌলা, মোঃ ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী, হারবার্ট জায়গার এবং মোঃ মনিরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।
২০১৮ সালে এমটিবি’র কর পরবর্তী অর্জিত মুনাফা হয় ১,৭৩৪ মিলিয়ন টাকা এবং এমটিবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.০৩ টাকা। পূর্বের বছরের তুলনায় ২০১৮ সালের শেষে ব্যাংকের স্থিতিপত্র বৃদ্ধি পায় ১০ শতাংশ, আমানতের পরিমাণ বৃদ্ধি পায় ৯ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ১৪ শতাংশ। মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৮৬ শতাংশ। বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্ক-এর আওতায় ১১৪টি শাখা, ২টি সিআরএম বুথ, ২৮৩টি এটিএম বুথ, ৩টি এয়ার লাউঞ্জ, ১৪টি কিয়স্ক, ১০৬টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,৩০৫টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে।
ক্যাপশন: গত ৩০ জুন, ২০১৯ ঢাকার আর্মী গল্ফ ক্লাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, যেখানে ১১% শতাংশ বোনাস শেয়ার অুনমোদন করা হয়। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ হেদায়াত উল্লাহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান খাজা নার্গিস হোসেন, পরিচালকবৃন্দ, সৈয়দ মঞ্জুর এলাহী, ড. আরিফ দৌলা, মোঃ ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী, হারবার্ট জায়গার এবং মোঃ মনিরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান।