Saturday , July 27 2019
ব্রেকিং নিউজ :

Home / অন্যরকম / কি সব আজব নিয়ম!

কি সব আজব নিয়ম!

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার , ০৪জুলাই,২০১৯ঃ নানা দেশে যেমন নানা ভাষা তেমনি রয়েছে বিচিত্র খাবারদাবার, সংস্কৃতি ও নিয়মকানুন। কিছু দেশে এমন অদ্ভুত নিয়ম রয়েছে যা শুনলে অবাক হতে হয়। যেটি আপনার কাছে বৈধ, সেই জিনিসই বিশ্বের কোনো কোনো প্রান্তে নিষিদ্ধ। আবার এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো আগে জানা না থাকলে পর্যটকদের বিড়ম্বনাতেও ফেলতে পারে। কিছু আজব নিয়ম নিয়ে আজকের আয়োজন।

  মাথায় হাত দেবেন না

কাউকে আশীর্বাদ করতে আমরা মাথায় হাত দিই। কিন্তু থাইল্যান্ডে মাথাকে সবচেয়ে পবিত্র অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। তাই ইচ্ছা করলেই অন্য কারও মাথায় হাত দেয়ার অনুমতি নেই সেখানে।।

ওজন বাড়াটা অপরাধ

‘মেটাবো ল’ অনুযায়ী জাপানে ওজন বৃদ্ধিতে বিধিনিষেধ আছে। এখানে ৪০ বছর পার হওয়া নারীদের কোমর ৩২ থেকে ৩৬ ইঞ্চির মধ্যে থাকতে হবে। এছাড়া এসব নারী ৬০ কেজির ওপরে ওজন বাড়াতে পারবেন না।

চুইংগাম বেআইনি

সিঙ্গাপুরে এই জিনিসটি নিয়ে নিষেধাজ্ঞা আছে। এমনকি, যে কোনো ধরনের গামই সিঙ্গাপুরে আনা এবং বিক্রি করা নিষিদ্ধ। ধরা পড়লে ৫০০ ডলার জরিমানার বিধান রয়েছে সরকারিভাবে।

কুকুরকে মুখ ভেঙালে শ্রীঘরে

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় কুকুরকে মুখ ভেঙালে আপনাকে জেলে যেতে হতে পারে। কুকুরকে মুখ ভেঙানো সেখানে সরকারিভাবে নিষিদ্ধ।

দেরি করাই ঐতিহ্য

অফিস-স্কুল বা যে কোনো জায়গায় দেরি করে যাওয়া ইতালিয়ানদের ঐতিহ্য। ইতালিতে সঠিক সময়ে কোথাও পৌঁছানোর নিয়ম নেই।

Print Friendly, PDF & Email

About kholabazar 24