খােলাবাজার ২৪,শনিবার,০৬জুলাই,২০১৯ঃ বাংলা‌দেশ কো‌রিয়া ফ্রেন্ড‌শিপ অ্যান্ড সো‌লিডা‌রি‌টি ক‌মি‌টি আয়োজিত উত্তর কো‌রিয়ার সা‌বেক প্রে‌সি‌ডেন্ট কিম ইল সাংয়ের স্মরণ সভা।

পাথর‌কে ভালোভা‌বে প্রক্রিয়াজাত কর‌লে আমরা বি‌দে‌শে রপ্তা‌নি কর‌তে পারতাম। কিন্তু আমরা‌ তো সে দেশ নই। আমরা তো ক‌মিশন খাওয়ার দেশ। আমা‌দের না‌কি ওয়াটার বো‌টে ক‌রে বি‌দেশ থে‌কে পাথর আমদা‌নি কর‌তে হ‌বে বলে মনে করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ।

৬ জুলাই শ‌নিবার জাতীয় প্রেসক্লা‌বে বাংলা‌দেশ কো‌রিয়া ফ্রেন্ড‌শিপ অ্যান্ড সো‌লিডা‌রি‌টি ক‌মি‌টি আয়োজিত উত্তর কো‌রিয়ার সা‌বেক প্রে‌সি‌ডেন্ট কিম ইল সাংয়ের স্মরণ সভায় এ মন্তব্য ক‌রেন তি‌নি।

‌তি‌নি ব‌লেন, উত্তর কোরিয়ার পক্ষ থে‌কে দিনাজপু‌রের মধ্যপাড়ায় পাথর উত্তোল‌নের জন্য একটা প্রজেক্ট ক‌রা হ‌য়েছি‌ল। সে সময় তারা অনেক সমস্যায়, জ‌টিলতায় প‌ড়ে‌ছিল। আমি এ কথাগু‌লো বিএন‌পি সরকা‌রের তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে ব‌লে‌ছিলাম।

তি‌নি হে‌সে বলে‌ছি‌লেন, ‘ওটা একটা ফ‌কি‌রের দেশ। এরা আবার আমা‌দের এখা‌নে কী ক‌রবে?’ সেই উত্তর কোরিয়া আমা‌দের দে‌শের মা‌টির গভীর থে‌কে পাথর উত্তোলন ক‌রে‌ছে।’

‌অনুষ্ঠা‌নে বাংলা‌দেশ কো‌রিয়া ফ্রেন্ড‌শিপ অ্যান্ড সো‌লিডা‌রি‌টি ক‌মি‌টির সভাপ‌তি হারুন অর র‌শিদ, কো‌রিয়ার ডি‌পিআর রাষ্ট্রদূত পাক সং ইয়প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল এবং অর্থনীতিবিদ ড. অশোক গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।