বৃহঃ. এপ্রি ১৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৯জুলাই,২০১৯ঃ আব্দুল আউয়াল, বানারীপাড়া প্রতিনিধি: স্বরূপকাঠিতে মেরামত করার পর এক বছর না যেতেই বাল্কহেডের ধাক্কায় ভেঙ্গে পড়েছে গনকপাড়া বাজারের প্রায় ৩০ মিটার দৈর্ঘ্যের লোহার ব্রিজ। শনিবার রাতের আধারে একটি বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ওই ব্রিজের খুঁটি থেকে ভিম ছুটে গিয়ে ভেঙ্গে পড়ে।
ব্রিজ ভেঙ্গে পড়ার পর দুই পাড়ের শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ওই ব্রিজের এক পাড়ে একটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয়সহ একটি বাজার রয়েছে। আর অপর পাড়ে দৈহারী ইউপি অফিস ও তহসিল অফিস থাকায় মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানাগেছে গত বছর জুলাই মাসে বাল্কহেডের (বালু বোঝাই কার্গো) ধাক্কায় প্রথমবার ব্রিজটি ভেঙ্গে পড়ে। ওই সময় প্রায় তিনমাস মানুষের ভোগান্তি শেষে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের দুই লাখ টাকা ব্যায়ে ব্রিজটি মেরামত করা হয়। দৈহারী ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল বলেন এতবড় পুল মেরামতের আর্থিক ক্ষমতা তার পরিষদের নেই। তবে পুল ভেঙ্গে যাওয়ার বিষয়টি তিনি উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন এবং শিঘ্রই মেরামত করার আশ্বাস দিয়েছেন। ইউপি চেয়ারম্যান বলেন সম্প্রতি বিভিন্ন স্থানে বালু ভরাটের জন্য অবাধে বাল্কহেড চলাচল করছে এবং খালের নতুন নতুন লোহার পুলও ভেঙ্গে ফেলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।