Wednesday , July 24 2019
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / নরসিংদীতে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধা আটক 

নরসিংদীতে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধা আটক 

খােলাবাজার ২৪,বুধবার,১০জুলাই,২০১৯ঃ   মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর পলাশে অশ্লীল ভিডিও দেখিয়ে তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল সামাদ (৬৪) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল সামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি শিশুর পরিবার।
এলাকাবাসি ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযুক্ত আব্দুল সামাদ পৌর এলাকার পাইকসা গ্রামের রহিম মিয়ার নির্মাণাধীন ভবনের বারান্দায় মোবাইল ফোনে গান দেখানোর কথা বলে ৫, ৬, ও ৭ বছরের তিন শিশুকে নিয়ে যায়। সেখানে নিয়ে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টাকালে এক শিশু দৌড়ে বাড়ি চলে যায়। পরে ওই শিশুটির পরিবার শিশুটির কাছে দৌড়ে আসার বিষয়টি জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে ঘটনা জানায়।
পরে স্থানীয়রা গিয়ে রহিম মিয়ার নির্মাণাধীন ভবনে আব্দুল সামাদকে হাতে-নাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল সামাদ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email

About kholabazar 24