Monday , July 22 2019
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / এমটিবি সিলেট স্টেশন ক্লাব লিমিটেড-এর সদস্যদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-এর প্রচলন করলো

এমটিবি সিলেট স্টেশন ক্লাব লিমিটেড-এর সদস্যদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-এর প্রচলন করলো

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১১জুলাই,২০১৯ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং সিলেট স্টেশন ক্লাব লিমিটেড সম্প্রতি সিলেট স্টেশন ক্লাব লিমিটেড-এর সদস্যদের জন্য বিশেষ সুবিধাসম্বলিত কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড-এর প্রচলন করে। গত জুন ২৭, ২০১৯ তারিখে সিলেটের এক স্থানীয় হোটেলে এই উপলক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড-এর সদস্যবৃন্দ এমটিবি ভিসা সিগনেচার ক্রেডিট কার্র্ড-এর উপর বিশেষ সুবিধা যেমন: হ্রাসকৃত মূল্যে পণ্য ক্রয়, বিনামূল্যে এমটিবি এয়ার লাউঞ্জ ব্যবহার, ফ্রি প্রায়োরিটি পাস, ফ্রি ইন্সুরেন্সসহ আরো অনেক সুবিধা উপভোগ করতে পারবেন ।

এই অনুষ্ঠানে ই. ইউ. শহীদুল ইসলাম, প্রেসিডেন্ট, সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এবং মোঃ হেদায়েত উল্লাহ, চেয়ারম্যান, আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস ও আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশনস অফিসার, এমটিবি সহ ক্লাবের সদস্যবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

About kholabazar 24