Wednesday , July 31 2019
ব্রেকিং নিউজ :

Home / স্ক্রল / পদ্মা-যমুনার পানি বেড়েছে শত শত ঘরবাড়ি বিলীন

পদ্মা-যমুনার পানি বেড়েছে শত শত ঘরবাড়ি বিলীন

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১১জুলাই,২০১৯ঃপদ্মা ও যমুনার পানি বেড়ে মানিকগঞ্জের ৪ উপজেলার অন্তত ২ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে ৮৪ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা ও যমুনার পানি বেড়ে মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভিটে-মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদীপাড়ের মানুষ। চরকাটারী, আরিচা ঘাট, বাহাদুরপুরসহ বিভিন্ন এলাকার নদী তীরবর্তী অন্তত ২ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ ফসলি জমি।

সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ৮৪ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে সদর উপজেলা, বিশ্বম্ভরপুরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়সহ ছোট বড় ১০টি স্থাপনা নদীতে তলিয়ে গেছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় সবধরণের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

Print Friendly, PDF & Email

About kholabazar 24