শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির ইন্তেকাল করেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন।

চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির। সোমবার সকালে তিনি ধানমন্ডির একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন।

শামিম কবির ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে সে সময়ের বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচটিই ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ।

এমসিসির বিপক্ষে খেলার আগে যে ৪৫ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প আয়োজিত হয়েছিল, তাতে শামিম কবিরের নাম প্রথমে ছিল না। কারণ তিনি তার আগেই খেলা প্রায় ছেড়ে দিয়েছেন। প্রাথমিক স্কোয়াডে নাম না থাকলেও তিনিই নাটকীয়ভাবে অধিনায়ক হয়ে যান। তাঁর ক্রিকেটীয় প্রজ্ঞার ওপর সে সময়কার সংগঠকেরা শেষ পর্যন্ত আস্থা রেখেছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা যা করা প্রয়োজন সব করা হবে।’

উল্লেখ্য, দুদিন আগেই জাতীয় ক্রিকেট দলের অসুস্থ সাবেক এ অধিনায়কের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছিল বিসিবি। সেই সাহায্য হাতে না নিয়েই অনন্ত পথে যাত্রা করলেন অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন, মনেপ্রাণে অভিজাত, সর্বজন শ্রদ্ধেয় সাবেক এ ক্রিকেটার।