শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪,সোমবার,২৯জুলাই,২০১৯ঃ   বেয়ার গ্রিলসকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য অদ্ভুত সব কলাকৌশল দেখান তিনি। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এসেছিলেন বেয়ারের জনপ্রিয় এই অনুষ্ঠানে। এবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জুটি বাঁধছেন বেয়ার। ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ তাদের দেখা যাবে উত্তরাখন্ডের বন্য পরিবেশে অ্যাডভেঞ্চার করতে।

এক বিবৃতিতে ডিসকভারি চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কে। গ্রিলস ও মোদির এই অভিযান খুবই আন্তরিকতাপূর্ণ এবং উপভোগ্য ছিল। মূলত প্রাণী সংরক্ষণ ও পরিবেশগত পরিবর্তন নিয়ে সচেতনতার উদ্দেশে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।  এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টে অনুষ্ঠানটির টিজার শেয়ার করেছেন গ্রিলস। গাড়িতে চড়ে বন্য পরিবেশে যান তারা, পরে ছোট একটি ডিঙিতে চড়ে নদী পাড়ি দিতে দেখা যায়।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে মোদি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমি প্রকৃতির মাঝে, পাহাড় এবং বনের মধ্যে বাস করেছি। ওই বছরগুলো আমার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তাই যখন আমাকে রাজনীতির বাইরেও জীবনকে কেন্দ্র করে একটি বিশেষ কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন সেটি প্রকৃতির মাঝেই করার কথা বলেছিলাম। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ ও ঝোঁক দুটিই আমার ছিল। এর মাধ্যমে ভারতের পরিবেশের কথা বিশ্বের সামনে তুলে ধরার এক দারুণ সুযোগ পাওয়া গেল।’

আগামী ১২ আগস্ট ডিসকভারি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার হবে। বিশ্বের ১৮০টির বেশি দেশে এই অনুষ্ঠান দেখা যাবে। মোদির সঙ্গে ভারতের জঙ্গল অভিযান নিয়ে বেয়ার গ্রিলস বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের জঙ্গলের ভেতরে যাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি এই বিশ্বনেতার সঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি। জঙ্গল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের একে অপরকে প্রয়োজন এবং একসঙ্গে থাকলেই আমরা আরও শক্তিশালী হতে পারি।’