বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,০৪ আগস্ট ,২০১৯ঃ গতকাল ০৩ আগস্ট ২০১৯ তারিখ হামদর্দ পাবলিক কলেজের পরিচালনা পর্ষদ ও শিক্ষক মন্ডলীর সাথে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হামদর্দ পাবলিক কলেজের পরীক্ষার্থীরা এইচ এস সি ২০১৯ সালে কাঙ্খিত ফলাফল অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়া কলেজের পরিচালনা পর্ষদ ও শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন। ফলাফলের এ ধারা অব্যাহত রেখে আর ও উন্নতি করার জন্য তিনি সকলকে অনুরোধ করেন। তিনি আরও বলেন, শিক্ষকরা যেন আন্তরিকতা ও সততার সাথে নিজেদের সন্তান মনেকরে যত্ন সহকারে ছাত্র- ছাত্রীদেরকে পাঠদান এবং নৈতিক চরিত্র গঠনে আরও মনোযোগী হন।শিক্ষকরা আগামী প্রজন্মের সাদা মনের মানুষ সৃষ্টির সকল প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃআনিসুল হকসহ অন্যান্য সদস্য বৃন্দ।
এখানে উল্লেখ্য যে, এবছর হামদর্দ পাবলিক কলেজ থেকে ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন জিপিএ-৫ (এ+) অবশিষ্ট সকল পরীক্ষার্থী জিপিএ-এ (এ) গ্রেডে উত্তীর্ন হয়েছে।