শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে জমে উঠেছে কোরবানীর পশুরহাট, এবার কোরবানীর ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ৫ টি পশুর হাট বসেছে ইন্দুরকানী বাজার, পাড়েরহাট বাজার চন্ডিপুরহাট রয়েছে। এর মধ্যে ঘোষেরহাট অন্যতম,এখানে গরু ব্যবসায়ীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরা পত্তার ব্যবস্থা,এই বাজারটি উপজেলার মধ্যবর্তী এলাকায় হওয়ায় পার্শবর্তী মোড়েলগঞ্জ এলাকার অনেকে গরু কেনা বেচার জন্য এই বাজারকেই বেছে নিয়েছেন। এবছর প্রথমদিন থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর দেশি বিদেশি গরু আসতে শুরু করেছে ঘোষের হাটে, বেচা কেনাও অনেক বাজারের চেয়ে ভাল। তাই দুর দুরান্ত থেকে গরু ব্যবসায়ীরা আসছেন এই বাজারে।
এখানে ব্যাবসায়ীদের পর্যাপ্ত সুবিদা থাকায় তারা উপজেলার এই বাজারকে পছন্দ করছেন অনেক গরু ব্যবসায়ী।
বাজার কমিটির সভাপতি একরামুল শিকদার জানান আমরা প্রতি বছরের ন্যায় ক্রেতাদের জন্য এবারও পুরুস্কারের বন্দবস্ত করেছি। আমাদের এই হাটে ১১ আগষ্ঠ সারা দিন গরু বেচা কেনা চলবে। এখানে রয়েছে ব্যাবসায়ীদের থাকা খাওয়ার সুব্যেবস্থা তেমনি নিরাপত্তাও রয়েছে পর্যাপ্ত। রয়েছে নিজেস্ব বিদ্যুত ব্যবস্থা। এবার গরুর দাম ক্রেতাদের হাতের নাগালে বেচা কেনাও চলছে পুরাদমে বলে জানার এক ব্যবসায়ী।এবার ৩০/৩৫ হাজার থেকে দের দুই লক্ষ টাকা দামের গরুও উঠছে এখানে সপ্তহে দুদিন বাজারবসে শনিবার ও বুধবার এ ছারা ঈদ উপলক্ষে ১১ আগষ্ঠ রবিবার সকাল থেকে সারাদিন চলবে গরু বেচাকেনা।