Thursday , August 8 2019
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / সুষমা স্বরাজের মৃত্যুতে শোকে কাতর গোটা বলিউড!

সুষমা স্বরাজের মৃত্যুতে শোকে কাতর গোটা বলিউড!

সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,০৮ আগস্ট ,২০১৯ঃ  প্রয়াত ভারতের বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত দিল্লির এইমসে নেওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিজেপী নেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজনীতিকরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখেছে বলিউডও। ট্যুইট করে নিজেদের মনের অবস্থা জানিয়েছেন অনুপম খের, পরিণীতি চোপড়া, স্বরা ভাস্কর, বিশাল দাদলানি, বোমান ইরানি, রীতেশ দেশমুখ ও একতা কাপুর।

ট্যুইটে সমবেদনা জানিয়েছেন লতা মঙ্গেশকর, প্রসূন জোশী, জাভেদ আখতার, শাবানা আজমিরাও। 

Print Friendly, PDF & Email

About kholabazar 24