শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,০৮ আগস্ট ,২০১৯ঃ   ফেসবুকে ফ্রেন্ডলিস্টে থাকা কারো পোস্ট অনেক সময় ভালো না লাগতে পারে আপনার। কিন্তু পরিচিত হওয়ায় তাকে হয়তো আনফ্রেন্ডও করতে পারছেন না। এক্ষেত্রে তাকে কিছুদিনের জন্য আনফলো করে দিতে পারেন।

তবে কিছুদিন আগেও, একবার আনফলো করে দিলে পরে নিজ থেকেই আবার অপশন চেঞ্জ করে ফলো করতে হতো।

সম্প্রতি রিডার্স ডাইজেস্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য আনফলো করে রাখার নতুন একটি অপশন এনেছে ফেসবুক। ‘স্নুজ’ নামে এই অপশনের মাধ্যমে কাউকে নির্দিষ্ট সময়ের জন্য আনফলো করা সম্ভব হবে।

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার শ্রুতি মুরালিধরন বলেন, কেউ হয়তো তার এক বন্ধুর নানান পোস্ট দেখতে দেখতে ক্লান্ত। তখন নির্দিষ্ট সময়ের জন্য তাকে আনফলো করে রাখতে এই স্নুজ অপশন। সর্বোচ্চ ৩০ দিন কাউকে আনফলো করে রাখতে এই অপশন ব্যবহার করা যাবে।

ফেসবুকের যে কারও পোস্টের ডানপাশের কোনায় তিনটি ডট দেখা যায়। সেখানে স্পর্শ করলেই এই স্নুজ ফর থার্টি ডেজ অপশন খুঁজে পাওয়া যাবে।