Sunday , September 8 2019
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / স্ট্যান্ডার্ড ব্যাংকের “মাইক্রো ক্রেডিট এসএমই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং ”শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের “মাইক্রো ক্রেডিট এসএমই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং ”শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খােলাবাজার ২৪,রবিবার,৮সেপ্টেম্বর,২০১৯ঃ স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিংইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ব্যাংকের ক্রেডিট অফিসারদের অংশগ্রহণে দিনব্যাপী“ মাইক্রোক্রেডিট এসএমই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং ”শীর্ষকপ্র শিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃতারিকুল আজম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসবিএল ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য জনাব মোঃআমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

About kholabazar 24