শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃ শিরোনাম পড়ে অবাক হলেও এটাই সত্যিই। ইউক্রেনের ভিনিটসা শহরের বেভক্কা গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে।

বর ইউক্রেনের আলেকজান্ডার কন্ড্রাত্যুক আর কনে জিনেদা ইল্লারিওনোভনা। যুবকের বয়স ২৪, আর কনের বয়স ৮১। বর ও কনে সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

৫৭ বছরের বড় প্রতিবন্ধী এই বৃদ্ধাকে বিয়ে করার কারণ কি ভালোবাসার টান, না কি অন্য কিছু? প্রথমে মনে হতে পারে, ভালোবাসার টানেই বুঝি বিয়ে করেছেন তারা।

কিন্তু ঘটনা তার উল্টো। আসলে সামরিক বাহিনীতে যোগ দেয়ার হাত থেকে বাঁচতে এ কাজ করেছেন আলেকজান্ডার কন্ড্রাত্যুক।

ইউক্রেনে ১৮ থেকে ২৬ বছর বয়সী শারীরিকভাবে সক্ষম পুরুষ নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক। তবে, কাউকে যদি প্রতিবন্ধী স্ত্রীর দেখাশোনা করতে হয়, তবে চাকরি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

এ সুযোগটি পাওয়ার জন্যই কন্ড্রাত্যুক বৃদ্ধা প্রতিবন্ধীকে বিয়ে করেছেন বলে স্থানীয়রা দাবি করছেন।

তবে এ কথা অস্বীকার করে কন্ড্রাত্যুক বলেন, তার প্রতি আমার জিনেদা ইল্লারিওনোভনা গভীর ভালোবাসা রয়েছে।