Sunday , February 9 2020
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের জন্য আ্যওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের জন্য আ্যওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

খােলাবাজার ২৪,বুধবার,০৯অক্টোবর,২০১৯ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো: মাহবুব উল আলম অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিকট থেকে ৭ অক্টোবর ২০১৯ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা । স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আহমেদ জামাল। এ সময় ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান হাসনে আলমসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

About kholabazar 24