বৃহঃ. এপ্রি ১৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
সাদ এরশাদখােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১০অক্টোবর,২০১৯ঃ একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ বৃহস্পতিবার শপথ নিয়েছেন।

জাতীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য রাহগির আলমাহি এরশাদকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মোঃ সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং সৈয়দা জাকিয়া নূর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে গত ৩ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ ৫৮ হাজার ৮৭৮ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট।