শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,১৩অক্টোবর,২০১৯ঃতোফাজ্জল হোসেনঃ- “ ১৮ আগে বিয়ে নয়,২০ এর আগে সন্তান নয়”এ বিষয়কে প্রতিপাদ্য করে নরসিংদীতে ১৩ অক্টোবরবাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখের প্রধান ফটকের রাস্তায় এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)সুষমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার এর পরিচালনায় মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহী সুলতানা,সাবেরা বেগম, সামসুন নাহার,মাহমুদা আক্তার,কামরুজ্জামান সরকার, সাবিনা আজিজ,ফাতেমা আক্তার,নাজমা আক্তার প্রমুখ ট্রেড ইন্সট্রাকটরগন। সভায় প্রধান অতিথি বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোচনা করেন এবং সকলকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন কেউ যদি বাল্য বিবাহ দেয়ার চেষ্টা করেন তাহলে আমাদের জানাবেন আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মহিলা অধিদপ্তর এ ব্যাপারে কাজ করে আসছে বাল্য বিবাহের বিষয়ে যে কোন লোক মহিলা অধিদপ্তরের সহযোগীতা নিতে পারেন।