শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃ সব লোকজন শোকাহত হয়ে কফিনের পাশেই দাঁড়িয়েছিলেন। কফিনকে কবর দেয়ার প্রস্তুতি চলছে। হঠাৎ করেই কফিন থেকে ভেসে এল আমাকে বের কর…এখানে অনেক অন্ধকার! কফিনের ভেতর থেকে আওয়াজ শুনে আঁতকে উঠল স্থানীয়রা। এই ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডে।

জানা যায়, শনিবার (১২ অক্টোবর) আইরিশ প্রতিরক্ষা বাহিনীর প্রবীণ কর্মকর্তা শা ব্র্যাডলির অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিল। যেখানে জড় হয়েছিলেন তারই পরিবার, আত্মীয়-স্বজন। এসময় হঠাৎ করেই কফিন থেকে শা এর শব্দ ভেসে আসতে থাকে।

তিনি বলেন, ‘হ্যালো, হ্যালো। আমাকে বের হতে দাও.’ ভেতরে অনেক অন্ধকার!

শুধু তাই নয়, শুভ বিদায়ের একটি গানও তাকে গাইতে শোনা যায়। তবে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ শা জেগে ওঠেননি। বরং তিনি মারা যাওয়ার আগে করে যাওয়া একটি রেকর্ড তার কফিনে রেখে দেয়া হয়েছিল এবং সেখান থেকেই তার শব্দ ভেসে আসছিলো। এ তথ্য জানিয়েছে শা এর মেয়ে অ্যান্ড্রিয়া নিজেই।

শা অনেক দিন ধরেই রোগে ভুগছিলেন। শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সম্পন্ন হলে সেখানেই তার মেয়ে এই রেকর্ডিং কফিনে রেখে তার বাবার শেষ হাসি সবাইকে শুনিয়ে দেন।