শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃ বগুড়ার শাজাহানপুরে বাবার কবরের উপর ছেলের বাথরুম ও প্রাচীর নির্মাণ কাজ  বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার বারুনিঘাটা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সেনাবহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার  আব্দুস সাত্তার খান গত ২ বছর আগে মারা গেছেন। এরপর বাড়ীর পাশে তাকে কবর দেয়া হয়। কিন্তু তার বড় ছেলে বগুড়া কাষ্টমস বিভাগের ইন্সপেক্টর আব্দুর রউফ সোমবার কবরের উপরবাসার বাথরুম ও  প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে চারিদিকে ছি ছি রব ওঠে।  বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ  ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।

বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন সেখানে গিয়ে  বাথরুম ও প্রাচীর ভেঙ্গে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে অভিযুক্ত রউফ জানান, কবরের জায়গা দখল করে  আমি কিছু করি নাই।

মরহুমের অপর ছেলে আসাদ খান জানান, আমি বাধা দিয়ে ব্যর্থ হয়েছি।