শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার, ০৮নভেম্বর, ২০১৯ঃ পাকিস্তানে চলমান রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনীর কিছু করার নেই বলে জানিয়েছেন পাক সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। ভবিষ্যতে দেশটির কোন নির্বাচনে সেনাবাহিনী কোন ভূমিকা রাখবেন না বলে জানান তিনি। মেজর জেনারেল আসিফ গফুর বলেন, সেনাবাহিনী একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং রাজনীতিতে তাদের কিছুই করার নেই। সরকারের আদেশে নির্বাচনী কেন্দ্রগুলোতে সেনা মোতায়েন করা হয় বলে জানান তিনি। বিরোধীদলগুলোর নির্বাচনে সেনা হস্তক্ষেপ বন্ধের দাবি জানানোর পরই এই মন্তব্য করলেন সেনাবাহিনীর মুখপাত্র।

এদিকে, রাজধানী ইসলামাবাদে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। তবে তাবুর সংকট থাকায় অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে মেট্রো স্টেশনে। এর আগে, বুধবার আলোচনার ভিত্তিতে নিজের পদত্যাগ ছাড়া সব দাবি মানার শতভাগ নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী ইমরান। তবে এই প্রস্তাব প্রত্যাখান করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে জমিয়াত উলামা-ই ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে বিরোধীদলগুলো।