শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,১৩নভেম্বর,২০১৯ঃ বৌ ধান ভানে রে ঢেঁকিতে পা দিয়া, ঢেঁকি নাচে বৌ বাচে হেলিয়া দুলিয়া, ও বৌ ধান ভানে রে। এমনি অনেক গান ও কবিতা রয়েছে ঢেঁকি নিয়ে। গ্রাম-বাংলার সেই ঐতিহ্যবাহী ঢেঁকি ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের গ্রামের বাড়িগুলোতে দেখা মেলেনি! এই যন্ত্রটি ব্যবহার সম্পর্কে নতুন প্রজন্মের ধারণা নেই বললেই চলে। আধুনিক সভ্যতার যুগে রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের কারণে এটি গ্রাম থেকে বিলুপ্তি ঘটেছে।

জানা গেছে, এমন একসময় ছিলো, যখন ধান ভানার একমাত্র মাধ্যম ছিলো এই ঢেঁকি। ঢেঁকিতে ভানা চাউল স্বাস্থ্যের জন্য ভালো। তাই গ্রামের বৌ-ঝিয়েরা ঢেঁকিতে ধান ভানতো পালাক্রমে।

বিশেষ করে গ্রামাঞ্চলে নতুন ধান ওঠার পর ঢেঁকিতে ধান ভেনে নবান্ন উৎসবের পিঠা তৈরির যে ধুম পড়ে যেত, তাও আজ গল্প কাহিনীই মাত্র। প্রত্যেক বাড়িতে পিঠা-পায়েশ তৈরির ধুম পড়ে যেত। তখন গ্রামের শিশু-কিশোররা মনের আনন্দে নেচে গেয়ে বাহারি রকমের পিঠা খেতো। তা যেন আজ শুধুই স্মৃতি।

সেই গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকিও আর দেখা যায় না। অবশ্য এখনো গ্রামে দুই-একটি ঢেঁকি চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, কয়েক বছর পর হয়তো তাও থাকবে না।