শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,১৭নভেম্বর,২০১৯ঃ শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন গোটাবায়া রাজাপাকসে (৭০)। রাজাপাকসের মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে এই তথ্য নিশ্চিত করেছেন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ছোট ভাই গোটাবায়া রাজাপাকসে তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোটাবায়া রাজাপাকসে ৫৩-৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে বলে জানান তার মুখপাত্র।

রাজাপাকসের মুখপাত্র বলেন, এটা পরিষ্কার যে আমরাই জয়ী হয়েছি। আমরা অনেক খুশি যে গোটাবায়া পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি আগামীকাল বা তার পরেরদিন শপথ নেবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ লাখ ভোট গণনা শেষে রাজাপাকশে পেয়েছেন ৪৯.৬ শতাংশ অন্যদিকে তার প্রধান প্রতিপক্ষ আবাসন মন্ত্রী সজিথ প্রেমাদাসা (৫২) পেয়েছেন ৪৪.৪ শতাংশ।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয় বলেছেন, বিচ্ছিন্ন সহিংস ঘটনায় অনেক লোক আহত হওয়া সত্ত্বেও শনিবারের ভোটে ১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট পড়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে রাজাপাকসে দ্বীপ দেশটির সিংহলি এলাকায় সংখ্যাগরিষ্টতা পেয়েছেন, অপরদিকে সাবেক নিহত প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার পুত্র লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টিও (ইউএনপি) নেতা সজিথ প্রেমাদাসা দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় সংখ্যালঘু তামিল এলাকায় ভোটে জোড়ালো সমর্থন পেয়েছেন।