শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৪নভেম্বর,২০১৯ঃমোঃরাসেল মিয়া,নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, সরকার নতুন যে সড়ক আইন প্রণায়ন করছে তা মালিক শ্রমীকসহ সবার জন্য গ্রহন যোগ্য, যা যাত্রী দূভোর্গ কমিয়ে আনার পাশাপাশি সড়কে শৃঙ্গলা ফিরাবে। ইমাম গাজ্জালী (রা) পরিবহনের মাধবদী থেকে ভৈরব কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মালিক শ্রমীকদেকে উদ্দেশ্য করে বলেন, কোন অবস্থাতেই লাইসেন্স বিহিন কোন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না্

আজ রবিবার দুপুরে ইমাম গাজ্জালী (রহঃ)পরিবহনের শুভ উদ্ধোধন উপলক্ষে মাধবদী বাসষ্টেন্ডে এক অালোচনা সভার অায়োজন করা হয় এতে নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক, মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ নরসিংদী জেলা মিনি বাস সমিতির সভাপতি আলহাজ্ব নুরুর ইসলাম ভূইয়া নোয়াব, হাইওয়ে পুলিশের ইন্সপ্টের গোলাম মাওলা, মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ানসহ প্রমুখ।

অনুষ্টান পরিচালনা করেন ইমাম গাজ্জালী (রা)পরিবহনের হাজী আসাদ মিয়া সহ অন্যান মালিকগণ।