Tuesday , November 26 2019
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্নাঙ্গ চালুর দাবীতে মানবন্ধন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্নাঙ্গ চালুর দাবীতে মানবন্ধন

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২৬নভেম্বর,২০১৯ঃনাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পূর্নাঙ্গ চালুর দাবীতে মানবন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজারের প্রধান সড়কে ইন্দুরকানী উন্নয়ন ফোরামের আয়োজনে সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহনের মানবন্ধন অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উন্নয়ন ফোরামের মুখপাত্র আহাদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী,  ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী বাজান বণিক সমিতির সাধারন সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা ছাত্র দলের সাধারন সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ।
২০০৭ সালে নির্মিত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অদ্যাবধি আবাসিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়নি। শুধুমাত্র আউটডোরে ব্যবস্থাপত্র প্রদান করেন এখান কার চিকিৎসকরা। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে আবাসিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক মানুষ। তাই অনতিবিলম্বে হাসপাতালটি পূর্নাঙ্গ চালুর দাবিতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
Print Friendly, PDF & Email

About kholabazar 24