Wednesday , April 15 2020
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে মুক্তিযোদ্ধা সম্মাননা দিল ‘ডিপ্লোমেটিক স্পাউস’

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে মুক্তিযোদ্ধা সম্মাননা দিল ‘ডিপ্লোমেটিক স্পাউস’

খােলাবাজার২৪,মঙ্গলবার,০৩ডিসেম্বর,২০১৯ঃ এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করেছে কূটনৈতিকদের পরিবারের সদস্যদের ফোরাম ‘ডিপ্লোমেটিক স্পাউস’। গতকাল (০২ ডিসেম্বর ২০১৯) ঢাকায় আয়োজিত মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ‘ বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলস্টাইন, শ্রীলঙ্কার হাইকমিশনার ক্রিসানথে ডি সিলভা, নেপাল এর রাষ্ট্রদূত ডাঃ বংশীধর মিশ্র, থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রেস, ব্রাজিল এর রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিরা জুনিয়র ।

মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া মাত্র তেরো বছর ৭ মাস বয়সে দুই নম্বর সেক্টরে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁর ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ গ্রন্থটি সুধীমহলে ব্যাপক সমাদৃত।

Print Friendly, PDF & Email

About kholabazar 24