Thu. Dec 12th, 2024
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11694984_850107915045167_1537386345509265854_n 11403256_850107865045172_1469415258558585379_nএম এ মানিক: দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (০৬ জুলাই) রাত ৯টার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আ স ম

হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সারোয়ারী রহমান, কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত আছেন।
সরকার বিরোধী টানা অবরোধের ইতি টেনে গত ৫ এপ্রিল কার্যালয় ত্যাগের পর নিজের রাজনৈতিক কার্যালয়ে এট‍াই খালেদা জিয়ার কোনো আনুষ্ঠানিক দলীয় বৈঠক।
ধারণা করা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি ও ঈদ পরবর্তী দলীয় কর্মসূচি নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *