সোমবার, ৩১ আগস্ট ২০১৫
সাপ ধরা তাঁর নেশা ছিল। তিনি জানতেন যে সাপ কামড়ালে পালটা যদি সাপকে কামড়ানো হয়, তাহলে নাকি সাপের বিষ নষ্ট হয়ে যায়। কিন্তু, বাস্তবে তা হল না। বিষধর সাপের দংশনের পর পালটা সাপটিকে কামড়েও প্রাণ হারালেন ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ির মহম্মদবাজারের রাজ্যধরপুর গ্রামের যুবক স্বপন মাল (২১)।
রোববার সাপ ধরতে গিয়ে ছোবল খেয়েছিলেন স্বপন। তারপর সেই বিষধর সাপকে ধরে কামড়াতে কামড়াতে সোজা হাসপাতালে যান তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার দুপুরে স্বপন তাঁর বাড়ির পাশে একটি কেউটে সাপ ধরতে যান। তখন ওই বিষধর সাপটি তার বাঁ হাতের তালুতে ও বাহুর পেশীতে ছোবল মারে। এর পর তিনি সাপটিকে ধরে নিয়ে এসে নিজেই বাড়ির কিছু দূরে মহম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান।
হাসপাতালে আসার সময় যুবকটি সাপটির লেজে কামড় দিতে থাকেন।
স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে সিউড়ি সদর হাসপাতালে রেফার করেন। সেখানেই মৃত্যু হয় ওই যুবকে।