Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

iab-picখোলাবাজার ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিশ্ববাজারে গ্যাস, বিদ্যুৎ এবং তেলের দাম কমেছে। তা সত্ত্বেও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের পকেট কাটার শামিল। এতে বেসরকারি খাতে বিরূপ প্রভাবসহ সকল শিল্পের উৎপাদন ব্যয় বাড়বে। যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া অসহায় শ্রমিকদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে।

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের হাউজবিল্ডিং চত্ত্বরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রেজাউল করীম। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের পর একটি মিছিলও বের করা হয়।

মিছিল শেষে সংগঠনের নগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনকে পল্টন থানা পুলিশ আটক করে। ঘণ্টাখানেক পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।

চরমোনাই পীর বলেন, দুর্নীতি, সিস্টেম লস বন্ধ করতে পারলে আজীবন গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে হবে না। পণ্যবাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্প-কারখানাসহ সব ধরনের কাজে ব্যয় বৃদ্ধি পাবে। এতে নিত্যপণ্যসহ সব পণ্যের দাম বাড়বে। সরকারের এই সিদ্ধান্ত জনকল্যাণমূলক নয়। মূলত দেশের জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, নগর সেক্রেটারি জেনারেল আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা আতাউর রহমান আরেফী, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা প্রমুখ।

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

(খোলাবাজার/জিএম/৩১-০৮-২০১৫)