কামরুল হাসান, ঠাকুরগাঁও : আকস্মিক বন্যায় টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পেয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মসলন্দপুর হটাৎ পাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে । বর্তমানে বন্যার্থরা পাশ্ববর্তী প্রফুল্ল মেম্বারে মিলচাতালে আশ্রয় নিয়েছে ।জানা যায়, সোমবার সকালে উজান থেকে ধেয়ে আসা পানিতে উপজেলার মাসাল ডাঙ্গী ব্রীজ এর পার্শবতী মসলন্দপুর গ্রামের একাংশ (হটাৎ পাড়া) এলাকায় পানি ঢুকে পড়েছে। হটাৎ পাড়া এলাকার বিনু রায়, রবি কান্ত, প্রভাত, কাত্তিক, বাচ্চু, তরনি, নিরেন পাগলা, খুকি, পুতুলী, কেশব, কালাম, সাজু, জাবেদ, অনিল, জাহাঙ্গীর ময়নুল, যিতেন, আব্দুল ডাইভার, সামসুল, রবমিঞা, শরিফ, সহেল, হাফিজুল, হারেছা, মসলিম, উসমান গণি, তারেক, মালেক, খাদেমুল সহ প্রায় ৫০টি পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়।
জীবন বাঁচাতে বন্যার্থরা ঘরবাড়ি ছেড়ে আসবাবপত্র ও গ্রহপালিত পশু নিয়ে পার্শ্ববতী প্রফুল্ল মেম্বারের মিলচাতালে আশ্রয় নিয়েছে। এতে খেটেখাওয়া মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুল ইসলাম জানান, উজানের বাঁধ এর পানি ছেড়ে দেয়ায় এ অবস্থার সৃষ্ঠি হয়েছে। বন্যা কবলিত মানুষদের নিরাপদ স্থানে সড়িয়ে নেয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বন্যার বিষয় আমি অবগত আছি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বন্যায় কবলিত মানুষদের খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।