Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের কোন বৈধ নথিপত্র ছাড়াই ভারতে থাকার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির আসাম রাজ্যে। আসামে ১২ ঘণ্টার বনধ্ ডাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। সম্প্রতি ভারতে বসবাসরত বাংলাদেশের হিন্দুদের কোন বৈধ নথিপত্র ছাড়াই দেশটিতে বসবাসের বৈধতা প্রদানের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এ সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে আসামে। অন্যান্য ছাত্র ইউনিয়নের সমর্থনে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এ বনধ্ ডেকেছে। এ খবর দিয়েছে অনলাইন এশিয়ান এইজ। এদিকে বিক্ষোভ যখন জোরালো হচ্ছে, তখন কৃষক মুক্তি সংগ্রাম সমিতিও (কেএমএসএস) ভারতজুড়ে বিক্ষোভ-আন্দোলন শুরু করেছে। কেএমএসএস’র উপদেষ্টা ও তথ্য অধিকার (আরটিআই) কর্মী অখিল গগৈ বলেছেন, কেন্দ্র যদিও বলছে অভিবাসীদের ভারতে থাকার অনুমতি দেয়া হবে, তাদের অধিকাংশই শেষ পর্যন্ত আসামে বসবাস করবেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের আগে বাংলাদেশ থেকে যে অভিবাসীরা আসামে গিয়েছিলেন, তাদের এরই মধ্যে বসবাসের বৈধতা প্রদান করা হয়েছে। আসাম আর অভিবাসী নিতে পারবে না। আসামের হিন্দু বাঙালি ভোটারদের শান্ত করার পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছিল এ সিদ্ধান্তকে। কিন্তু, কেন্দ্রের এ সিদ্ধান্তে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বিক্ষোভ-আন্দোলন শুরুর হুমকি দিয়েছে।