Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
7রাত পোহালেই ঈদ। অতএব যারা কর্মস্থল থেকে এখনো বাড়ি যেতে পারেনি তাদের আজেেকই বাড়ি যাওয়ার শেষ দিন। বিশেষত রাজধানী ঢাকা থেকে অসংখ্য কর্মজীবী মানুষ আজ বাড়ি ফিরতে মরিয়া। ভোগান্তি যতই হোক সব বাধা অতিক্রম করে নাড়ির টানে বাড়ির পানে ছুটছেই মানুষ।
আর এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার গাবতলী, যাত্রাবাড়ী, মহাখালী, সদরঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়ে।
অন্যদিকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে গতকাল বুধবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঈদ উদযাপনে নিজ নিজ গন্তব্য খুঁজে নিয়েছে। কেউ বা বাড়ি পৌঁছুতে না পেরে রাতভর রাস্তার পাশে গাড়িতে বসে সময় কাটিয়েছে।
তবে বৃহস্পতিবার ঈদের আগের দিন হওয়ায় আজই ঘরমুখো মানুষের বাড়ি ফেরার শেষ দিন। আর তাই দেশের প্রতিটি যাত্রী পরিবহন টার্মিনালে সকাল থেকে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়।
সরেজমিনে দেখা গেছে, এতদিন নিয়মকানুন কিছুটা টিকে থাকলেও শেষ দিনে তার ছিটেফোঁটাও ছিল না। দূরপাল্লার লোকাল বাসগুলো চলেছে ইচ্ছামাফিক। আইন অমান্য করে বাসে ও লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছে। ট্রেনের ছাদে, ইঞ্জিনের সামনে, দুই বগির মাঝে- যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই চেপে স্বজনের কাছে ফিরেছেন।
প্রসঙ্গত, গত বর্ষায় টানা বৃষ্টিতে সড়কের অবস্থা এমনিতেই খারাপ ছিল। গত চার দিনের টানা বৃষ্টিতে অবস্থা আরও শোচনীয় হয়েছে। প্রায় প্রতিটি মহাসড়কে খানাখন্দ।
তবে তাই ঈদযাত্রায় ভোগান্তির জন্য প্রকৃতিকেই দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।