Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
22সুন্দরবনের বঙ্গোপসাগর এলাকা থেকে নৌবাহিনীর হাতে আটক ৬১ ভারতীয় জেলের মধ্যে একজন আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সঞ্জয় (৩০) নামে ওই জেলে মংলার নৌবাহিনীর ঘাঁটিতে বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এরআগে সোমবার রাতে সুন্দরবন সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ৫টি ট্রলারসহ ওই ইলিশ শিকার আসা ভারতীয় জেলেদের আটক করে নৌবাহিনী। পরে তাদের সকালে মংলার নৌবাহিনীর ঘাঁটিতে আনা হয়।
মৃত জেলে সঞ্জয় ভারতের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ উপজেলার প্রফুল্লের ছেলে।
মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই জেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
মংলা নৌবাহিনী ঘাঁটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় তাদের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হবে।